বুখারি হাদিস ৩৮০

হাদিস ৩৮০
আদম (র)……হাম্মাম ইবন হারিস (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি জারীন ইবন ‘আবদুল্লাহ (র)-কে দেখলাম যে, তিনি পেশাব করলেন। তারপর উযূ করলেন আর উভয় মোজার উপরে মাসেহ করলেন। তারপর তিনি দাঁড়িয়ে সালাত আদায় করলেন। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ আমি নবী (সঃ) –কেউ এরুপ করতে দেখেছি। ইবরাহীম (র) বলেনঃ এই হাদীস মুহাদ্দিসীনের কাছে অত্যন্ত পছন্দনীয়। কারণ জারীর (রা) ছিলেন নবী (সঃ) –এর শেষ যুগের ইসলাম গ্রহণকারীদের একজন।