হাদিস ৩৬৭
আবূ মা’মার ‘আবদুল্লাহ ইবন আমর (র)……আনাস (রা) থেকে বর্ণিত, ‘আয়িশা (রা)-এর কাছে একটা বিচিত্র রঙের পাতলা পর্দার একটা কাপড় ছিল। তিনি তা ঘরের একদিকে পর্দা হিসাবে ব্যাবহার করছিলেন। নবী (সঃ) বললেনঃ আমার সম্মুখ থেকে এই পর্দা সরিয়ে নাও। কারণ সালাত আদায় করার সময় এর ছবিগুল আমার সামনে ভেসে ওঠে।