হাদিস ৩৬৩
‘আবদুল ‘আযীয ইবন ‘আবদুল্লাহ (র)……মুহাম্মদ ইবনুল মুনকাদির (র) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি জাবির ইবন ‘আবদুল্লাহ (র)-এর কাছে গিয়ে দেখি তিনি এক্তিমাত্র কাপড় নিজের শরীরে জড়িয়ে সালাত আদায় করছেন অথচ তাঁর একটা চাদর সেখানে রাখা ছিল। সালতের পর আমার বল্লামঃ হে আবূ ‘আবদুল্লাহ। আপনি সালাত আদায় করছেন, অথচ আপনার চাদর তুলে রেখেছেন? তিনি বললেন, হাঁ, তোমাদের মত নির্বোধদের দেখানর জন্য আমি এরুপ করেছি। আমি নবী (সঃ) –কে এভাবে সালত আদায় করতে দেখেছি।