বুখারি হাদিস ৩৬২

হাদিস ৩৬২
ইসহাক (র)……আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমাকে আবু বকর (রা) [যখন রাসূলুল্লাহ (সঃ) এর পক্ষ থেকে তাঁকে হজ্জের আমীর বানানো হয়েছিল] কুরবানীর দিন ঘোষককদের সাথে মিনায় এ ঘোষণা করার জন্য পাঠালেন যে, এ বছরের পরে কোন মুশরিক বায়তুল্লাহর হজ্জ করতে পারবে না। আর কোন উলঙ্গ লোকও বায়তুল্লাহ তাওয়াফ করতে পারবে না। হুমায়দ ইবন ‘আবদুর রহমান (র) বলেনঃ এরপর রাসূলুল্লাহ (সঃ) ‘আলী (রা) –কে আবূ বকর (রা) –এর পেছনে প্রেরণ করেন আর তাঁকে সুরা বারাআতের (প্রথম অংশের) ঘোষণা করার নির্দেশ দেন। আবূ হুরায়রা (রা) বলেনঃ তখন আমাদের সঙ্গে ‘আলী (রা) কুরবানীর দিন মিনায় ঘোষণা দেন যে, এ বছরের পর থেকে আর কোন মুশরিক হজ্জ করতে পারবে না এবং কোন উলঙ্গ ব্যক্তিও তাওয়াফ করতে পারবে না।