হাদিস ৩৬০
কুতায়বা (র)……আবূ সা’ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (সঃ) ইশ্তিমালে সাম্মা এবং কাপড়ে ইহতিবা করতে নিষেধ করেছেন যাতে তাঁর লজ্জাস্থানে কাপড়ের কোন অংশ না থাকে।
১. সাম্মাঃ একই কাপড়ে সমস্ত শরীর এমনভাবে জড়ানো যাতে হাত-পা নাড়াচাড়া করতে অসুবিধা হয়।
২.ইহতিবাঃ পা ও হাঁটু দাড় করিয়ে বাহু বা কাপড় দিয়ে তা এমন ভাবে বেষ্টন করে নিতম্বের উপর বসা যাতে লজ্জাস্থান খুলে যাওয়ার আশংকা থাকে।