বুখারি হাদিস ৩৫৯

হাদিস ৩৫৯
‘আসিম ইবন ‘আলী (র)……ইবন ‘উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ এক ব্যক্তি রাসূলুল্লাহ (সঃ) –কে জিজ্ঞাসা করলো, ইহরামকারী কি পরিধান করবে? সে জামা পরবে না, পায়জামা পরবে না, তুপি পরবে না, যাফরান বা ওয়ারস* রঙে রঞ্জিত কাপড় পরবে না। আর জুতা না পেলে মজা পরবে। তবে তা পায়ের গিরার নীচে পর্যন্ত কেটে নেবে। নাফি’ (র)। ইবন ‘উমর (রা) সুত্রে নবী (সঃ) থেকে অনুরুপ বর্ণনা করেছেন।

*ওয়ারসঃ এক প্রকার হলুদ রঙের তৃণ জাতীয় সুগন্ধি।