বুখারি হাদিস ৩৫৬

হাদিস ৩৫৬
ইয়াহইয়া (র)……মুগীর ইবন শু’বা থেকে বরনিত,তিনি বলেনঃ আমি কোন এক সফরে নবী (সঃ) –এর সঙ্গে ছিলাম। তিনি বললেনঃ হে মুগীরা! লোটাটি লও। আমি তা নিলাম। তিনি আমার দৃষ্টির বাইরে গিয়ে প্রয়োজন সমাধা করলেন। তখন তাঁর দেহে ছিল শামী জুব্বা। তিনি জুব্বার আস্তিন থেকে হাত বের করতে চাইলেন। কিন্তু আস্তিন সংকীর্ণ হওয়ায় তিনি নিচের দিক দিয়ে হাত বের করলেন। আমি পানী ঢেলে দিলাম এবং তিনি সালাতের উযূর ন্যায় উযূ করলেন। আর তাঁর উভয় মোজার উপর মাসেহ করলেন ও পরে সালাত আদায় করলেন।