বুখারি হাদিস ৩৫০

হাদিস ৩৫০
ইসমা’ঈল ইবন আবূ উওয়ায়স (র)……উম্মে হানী বিনত আবূ তালিব (রা) বলেনঃ আমি বিজয়ের বছর রাসূলুল্লাহ (সঃ) –এর কাছে গিয়ে দেখলাম যে, তিনি গোসল করছেন আর তাঁর মেয়ে ফাতিমা (রা) তাঁকে পর্দা করে রখেছেন। তিনি বলেনঃ আমি তাঁকে সালাম করলাম। তিনি জিজ্ঞাসা করলেনঃ এ কে? আমি উত্তর দিলামঃ আমি উম্মে হানী বিনত আবূ তালিব। তিনি বললেনঃ মারহাবা, হে উম্মে হানী! গোসল করার পরে তিনি এক কাপড় জড়িয়ে আঁট রাক’আত সালাত আদায় করলেন। সালাত শেষ করলে তাঁকে আমি বল্লামঃ ইয়া রাসূলুল্লাহ (সঃ)! আমার সহোদর ভাই [‘আলী ইবন আবূ তালিব (রা)] এক লোককে হত্যা করতে চায়, অথচ আমি সে লোকটিকে আশ্রয় দিলাম। সে লোকটি হুবায়রার ছেলে অমুক। তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ হে উম্মে হানী! তুমি যাকে আশ্রয় দিয়েছ, আমিও তাঁকে আশ্রয় দিলাম। উম্মে হানী (রা) বলেনঃ তখন ছিল চাশতের সময়।