বুখারি হাদিস ৩৪৩

হাদিস ৩৪৩
‘আবদুল্লাহ ইবন ইউসুফ (র)……উম্মু’ল মু’মিনীন ‘আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আল্লাহ তা’আলা মুকীম অবস্থায় ও সফরে দুই রাক’আত করে সালাত ফরয করেছিলেন। পরে সফরে সালাত পূর্বের মত রাখা হল আর মুকীম অবস্থায় সালাত বৃদ্ধি করা হ’ল।