বুখারি হাদিস ৩৪০

হাদিস ৩৪০
মুহাম্মদ ইবন সালাম (র)……শাকীক (র) থেকে বরনিত,তিনি বলেনঃ আমি ‘আবদুল্লাহ (ইবন মাস’ঊদ) ও আবূ মূসা আশ’আরী (রা)-এর সঙ্গে বসা ছিলাম। আবূ মূসা (রা) ‘আবদুল্লাহ (রা)-কে বললেনঃ কোন ব্যক্তির জুনুবী হলে সে যদি এক মাস পর্যন্ত পানি না পায়, তাহলে কি সে তায়াম্মুম করে সালাত আদায় করবে না। তখন তাঁকে আবূ মূসা (রা) বললেনঃ তাহলে সূরা মায়িদার এ আয়াত সম্পর্কে কি করবেন যে। ‘’পানি না পেলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করবে’’ (৫:৬)। ‘আবদুল্লাহ (রা) জওয়াব দিলেনঃ মানুষকে সেই অনুমতি দিলে অবস্থা এমন পর্যায়ে পৌঁছার সম্ভবনা রয়েছে যে, সামান্য ঠাণ্ডা লাগলেই লোকেরে মাটি দ্বারা তায়াম্মুম করবে। আমি বললামঃ আপনারা এ জন্যই কি তা অপছন্দ করেন? তিনি জওয়াব দিলেন, হাঁ। আবূ মূসা (রা০ বললেনঃ আপনি কি উমর ইবন খাত্তব (রা)-এর সম্মুখে ‘আম্মার (রা)-এর এ কথা শোনেন নি যে, আমাকে রাসূলুল্লাহ (সঃ) একটা প্রয়জনে বাইরে পাঠিয়েছিলেন । সফয়ে আমি জুনুবী হয়ে পড়লাম এবং পানি পেলাম না। এজন্য আমি জন্তুর মত মাটিতে গড়াগড়ি দিলাম। পরে রাসূলুল্লাহ (সঃ) এর কাছে ঘটনাটি বিবৃত করলাম। তখন তিনি বললেনঃ তোমার জন্য তো এতুকুই যথেষ্ট ছিল—এই বলে তিনি দু’হাত মাটিতে মারলেন। তারপর তা ঝেরে নিলেন এবং তা দিয়ে তিনি বাম হাতে ডান হাতের পিঠ মাসেহ করলেন কিংবা রাবী বলেছেন, বাম হাতের পিঠ ডান হাতে মাসেহ করলেন। তারপর হাত দুটো দিয়ে তাঁর মুখমণ্ডল মাসেহ করলেন। ‘আবদুল্লাহ (রা) বললেনঃ আমি দেখেন নি যে দেখ না উমর (রা) ‘আম্মার (রা)-এর কথায় সন্তুষ্ট হন নি? ইয়া’লা (র) আ’মাশ (র০ থেকে এবং তিনি শাকীক (র) থেকে আরো বলেছেন যে , তিনি বললেনঃ আমি ‘আবদুল্লাহ (রা) ও আবূ মূসা (রা)-এর কাছে হাযির ছিলাম; আবূ মূসা (রা) বলেছিলেনঃ আপনি ‘উমর (রা) থেকে ‘আম্মারের এ কথা শোনেন নি যে, রাসূলুল্লাহ (সঃ) আমাকে ও আপনাকে বাইরে পাঠিয়েছিলেন। তখন আমি জুনুবী হয়ে গিয়ে মাটিতে গড়াগড়ি দিয়েছিলাম। তারপর আমরা রাসূলুল্লাহ (সঃ) –এর কাছে এসে এ বিষয় তাঁকে জানালাম। তখন তিনি বললেনঃ তোমার জন্য এই যথেষ্ট ছিল—এ বলে তিনি তাঁর মুখমণ্ডল এবং দু’হাত একবার মাসেহ করলেন।