হাদিস ৩৩৮
বিশর ইবন খালিদ (র)……আবূ ওয়াইল (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আবূ মূসা (রা) ‘আবদুল্লাহ ইবন মাস’ঊদ (রা)-কে জিজ্ঞেস করলেনঃ (জুনুবী) পানি না পেলে কি সালাত আদায় করবে না? ‘আবদুল্লাহ (রা) বললেনঃ হাঁ’ আমি এক মাস ও যদি পানি না পাই তবে সালাত আদায় করব না। এ ব্যাপারে লোকদের যদি অনুমতি দেই তা হলে তাঁরা একটু শীত বোধ করলেই এরুপ করতে থাকবে। অর্থৎ তায়াম্মুম করে সালাত আদায় করবে। আবূ মূসা (রা) বললেনঃ তাহলে উমর (রা)-এর সামনে ‘আম্মার (রা)-এর কথার তাৎপর্য কি হবে? তিনি উত্তরে বললেনঃ’ উমর (রা ‘আম্মার (রা)-এর কথায় সন্তুষ্ট হয়েছেন বলে আমি মনে করি না।