বুখারি হাদিস ৩৩০

হাদিস ৩৩০
‘আবদুল্লাহ ইবন ইউসুফ (র)……নবী (সঃ) –এর স্ত্রী ‘আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (সঃ) –এর সঙ্গে কোন এক সফরে বেরিয়েছিলাম। যখন আমরা ‘বায়যা’ অথবা ‘যাতুল জায়শ’ নামক স্থানে পৌছালাম তখন আমার একখানা হার হারিয়ে গেল। রাসূলুল্লাহ (সঃ) সেখানে হারের খোঁজে থেমে গেলেন আর লকেরাও তাঁর সঙ্গে থেমে গেলেন, অথচ তাঁরা পানির নিকটে ছিলেন না। তখন লোকেরা আবূ বকর (রা) এর কাছে এসে বললেনঃ ‘আয়িশা কি করেছে আপনি কি দেখেন নি? তিনি রাসূলুল্লাহ (সঃ) ও লোকদের আটকিয়ে ফেলেছেন, অথচ তাঁরা পানির নিকটে নেই এবং তাদের সাথেও পানি নেই। আবূ বকর (রা) আমার নিকট আসলেন, তখন রাসূলুল্লাহ (সঃ) আমার উরুর উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন। আবূ বকর (রা) বললেনঃ তুমি রাসূলুল্লাহ (সঃ) –এর লোকদের আটকাইয়া ফেলেছো! অথচ আশেপাশে কোথাও পানি নেই। ‘আয়িশা (রা) বললেন আবূ বকর আমাকে খুব তিরস্কার করলেন আর, আল্লাহর ইচ্ছা, তিনি যা খুশি তাই বললেন। তিনি আমার কমরে আঘাত দিতে লাগলেন । আমার উরুর উপর রাসূলুল্লাহ (সঃ) এর মাথা থাকায় আমি নড়তে পারছিলাম না। রাসূলুল্লাহ (সঃ) ভরে উঠলেন, কিন্তু পানি ছিল না। তখন আল্লাহ তা’আলা তায়াম্মুমের আয়াত নাযিল করলেন। তারপর সবাই তায়াম্মুম করে নিলেন। উদায়দ ইবন হুযায়র (রা) বলেছেনঃ হে আবূ বকরের পরিবার বর্গ! এটাই আপনাদের প্রথম বরকত নয়। ‘আয়িশা (রা) বলেনঃ তারপর আমি যে উট এ ছিলাম তাকে দাড় করালে দেখি আমার হার খানা তার নীচে পরে আছে।