বুখারি হাদিস ৩২৫ – নিফাস অবস্থায় মৃত স্ত্রীলোকের সালাতে জানাযা ও তার পদ্ধতি

হাদিস ৩২৫

আহমদ ইবনে সুরায়জ রহ….. সামুরা ইবনে জুনদুব রা. থেকে বর্ণিত, তিনি বলেন : একজন প্রসূতি মহিলা মারা গেলে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযা পড়লেন। সালাতে তিনি মহিলার দেহের মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন।