হাদিস ৩২৩
মু’আল্লা ইবনে আসাদ রহ……..আবদুল্লাহ্ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন : (তাওয়াফে যিয়ারতের পর) মহিলার হায়য হলে তার চলে যাওয়ার অনুমতি রয়েছ। এর আগে হযরত ইবনে উমর রা. বলতেন : সে যেতে পারবে না। তারপর তাকে বলতে শুনেছি যে, সে যেতে পারে। কারণ, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য (যাওয়ার) অনুমতি দিয়েছিলেন।