বুখারি হাদিস ৩১৮ – ঋতুবতী মহিলাদের উভয় ঈদ ও মুসলমানদের দু’আর সমাবেশে উপস্থিত হওয়া এবং ঈদগাহ থেকে দূরে অবস্থান করা

হাদিস ৩১৮

মুহাম্মদ ইবনে সালাম রহ………হাফসা রা. থেকে বর্ণিত, তিনি বলেন : আমরা আমাদের যুবতীদের ঈদের সালাতে বের হতে নিষেধ করতাম। এক মহিলা বনূ খালাফের মহলে এসে পৌঁছলেন এবং তিনি তাঁর বোন থেকে বর্ণনা করলেন। তাঁর ভগ্নীপতি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে বারটি গাযওয়ায় অংশ গ্রহণ করেছিলেন। তিনি বলেন : আমার বোনও তাঁর সঙ্গে ছয়টি গাযওয়ায় শরীক ছিলেন। সেই বোন বলেন : আমরা আহতদের পরিচর্যা ও অসুস্থদের সেবা করতাম। তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেন : আমাদের কারো ওড়না না থাকার কারণে বের না হলে কোন অসুবিধা আছি কি ? নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেলন : তার সাথীর ওড়না তাকে পরিয়ে দেবে যাতে সে ভাল মজলিস ও মু’মিনদের দু’আয় শরীক হতে পারে। যখন উম্মে আতিয়্যা রা. আসলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম : আপনি কি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপ শুনেছেন ? উত্তরে তিনি বললেন : আমার পিতা তাঁর জন্য কুরবান হোক। হাঁ, তিনি এরূপ বলেছিলেন। নবীর কথা আলোচিত হলেই তিনি বলতেন , আমার পিতা তাঁর জন্য কুরবান হোক। আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, যুবতী পর্দানশীন ও ঋতুবতী মহিলারা বের হবে এবং ভাল স্থানে ও মু’মিনদের দু’আয় অংশগ্রহণ করবে। অবশ্য ঋতুবতী মহিলা ঈদগাহ থেকে দূরে থাকবে। হাফসা রা. বলেন : আমি জিজ্ঞাসা করলাম : ঋতুবতীও কি বেরুবে ? তিনি বললেন : সে কি আরাফাতে ও অমুক স্থানে উপস্থিত হবে না।