বুখারি হাদিস ৩১৭ – হায়যের জন্য স্বতন্ত্র কাপড় পরিধান করা

হাদিস ৩১৭

মু’আয ইবনে ফাযালা রহ……..উম্মে সালামা রা. থেকে বর্ণিত, তিনি বলেন : এক সময় আমি ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাদরের নীচে শুয়েছিলাম। আমার হায়য শুরু হলো। তখন আমি চুপিসারে বেরিয়ে গিয়ে হায়যের কাপড় পরে নিলাম। তিনি জিজ্ঞাসা করলেন : তোমার কি হায়য আরম্ভ হয়েছে ? আমি বললাম, হাঁ । তিনি আমাকে ডেকে নিলেন এবং আমি তাঁর সঙ্গে একই চাদরের নীচে শুয়ে পড়লাম।