বুখারি হাদিস ৩১৫ – হায়যকালীন সালাতের কাযা নেই

হাদিস ৩১৫

মূসা ইবনে ইসমা’ঈল রহ…….মু’আয রা. থেকে বর্ণিত, এক মহিলা আয়িশা রা.কে বললেন : আমাদের জন্য হায়যকালীন কাযা সালাত পবিত্র হওয়ার পর আদায় করলে বলবে কি না? আয়িশা রা. বললেন : তুমি কি হারূরিয়্যা ? আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়ে ঋতুবতী হতাম কিন্তু তিনি আমাদের সালাত কাযার নির্দেশ দিতেন না। অথবা তিনি (আয়িশা রা.) বলেন : আমরা তা কাযা করতাম না।