বুখারি হাদিস ৩০৯ – হায়যের গোসলের বিবরণ

হাদিস ৩০৯ – হায়যের গোসলের বিবরণ

মুসলিম রহ……..আয়িশা রা. থেকে বর্ণিত যে, একজন আনসারী মহিলা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেন : আমি কিভাবে হায়যের গোসল করবো ? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : এক টুকরো কস্তুরীযুক্ত নেকড়া লও এবং তিনবার ধুয়ে নাও। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর লজ্জাবশত অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন : তা দিয়ে তুমি পবিত্র হও। আয়িশা রা. বলেন : আমি তাকে নিজের দিকে টেনে নিলাম। তারপর তাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথার মর্ম বুঝিয়ে দিলাম।