বুখারি হাদিস ৩০৬ – হায়য অবস্থায় পরিহিত পোশাকে সালাত আদায় করা যায় কি ?

হাদিস ৩০৬

আবু নু’আয়ম রহ………আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন : আমাদের কারো একটির বেশী কাপড় ছিল না। তিনি হায়য অবস্থায়ও এই কাপড় খানিই ব্যবহার করতেন, তাতে রক্ত লাগলে থুথু দিয়ে ভিজিয়ে নখ দ্বারা রগড়িয়ে নিতেন।