হাদিস ৩০১
আবদুল্লাহ্ ইবনে ইউসুফ রহ………আসমা বিনতে আবু বকর সিদ্দীক রা. থেকে বর্ণিত, তিনি বলেন : এক মহিলা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলো : ইয়া রাসূলুল্লাহ্ ! আমাদের কারো কাপড়ে হায়যের রক্ত লাগলে কি করবে? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তোমাদের কারো কাপড়ে হায়যের রক্ত লাগলে সে তা রগড়িয়ে, তারপর পানিতে ধুয়ে নেবে এবং সে কাপড়ে সালাত আদায় করবে।