বুখারি হাদিস ২৯২

হাদিস ২৯২

ইবরাহীম ইবনে মূসা রহ……..উরওয়া রা. থেকে বর্ণিত, তাকে (উরওয়াকে) প্রশ্ন করা হয়েছিল যে, ঋতুবতী স্ত্রী কি স্বামীর খিদমত করতে পারে ? অথবা গোসল ফরয হওয়ার অবস্থায় কি স্ত্রী স্বামীর নিকটবর্তী হতে পারে ? উরওয়া রহ. জওয়াব দিলেন, এ সবই আমার কাছে সহজ। এ ধরণের সকর মহিলাই স্বামীর খিদমত করতে পারে। এ ব্যাপারে কারো অসুবিধা থাকার কথা নয়। আমাকে আয়িশা রা. বলেছেন যে, তিনি হায়যের অবস্থায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চুল আঁচড়িয়ে দিতেন। আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মু’তাকিফ অবস্থায় মসজিদ থেকে তাঁর (আয়িশার) হুজরার দিকে তাঁর কাছে মাথাটা বাড়িয়ে দিতেন। তখন তিনি মাথার চুল আঁচ‌ড়াতেন অথচ তিনি ছিলেন ঋতুবতী।