বুখারি হাদিস ২৯০ – হায়যের ইতিকথা

হাদিস নং ২৯০

আলী ইবনে আবদুল্লাহ্ রহ……..আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন : আমরা হজ্জের উদ্দেশ্যেই (মদীনা থেকে বের হলাম। ‘সারিফ’ নামক স্থানে যাওয়ার পর আমার হায়য আসলো। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে কাঁদতে দেখলেন এবং বললেন : কি হলো তোমার ? তোমার হায়য এসেছে ? আমি বললাম, হাঁ। তিনি বললেন : এ তো আল্লাহ্ তা’আলা আদম-কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তুমি বায়তুল্লাহর তাওয়াফ ছাড়া হজ্জের বাকী সব কাজ করে যাও। আয়িশা রা. বলেন : নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীগণের পক্ষ থেকে গাভী কুরবানী করলেন।