বুখারি হাদিস ২৮৭ – দু’লজ্জাস্থান পরস্পর মিলিত হলে

হাদিস ২৮৭ – দু’লজ্জাস্থান পরস্পর মিলিত হলে

মু’আয ইবনে ফাযালা রহ. ও আবু নু’আয়ম রহ……আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : কেউ স্ত্রীর চার শাখার মাঝে বসে তার সাথে সংগত হলে, গোসল ওয়াজিব হয়ে যায়। আমর রহ. শু’বার সূত্রে এই হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। আর মূসা রহ. হাসান (বসরী রা.) সূত্রেও অনুরূপ বলেছেন।

আবু আবদুল্লাহ্ রহ. বলেন : এটা উত্তম ও অধিকতর মজবুত। মতভেদের কারণে আমরা অন্য হাদীসটিও বর্ণনা করেছি, গোসল করাই অধিকতর সাবধানতা।