বুখারি হাদিস ২৮৬

হাদিস ২৮৬

আবদুল্লাহ্ ইবনে ইউসুফ রহ…….আবদুল্লাহ্ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন : উমর ইবনুল খাত্তাব রা. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, রাত্রে কোন সময় তাঁর জানাবাতের গোসল ফরয হয় (তখন কি করতে হবে ?) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন : উযূ করবে, লজ্জাস্থান ধুয়ে নিবে, তারপর ঘুমাবে।