হাদিস ২৭৯ – জুনুবী ব্যক্তির ঘাম, মুসলিম অপবিত্র নয়
আলী ইবনে আবদুল্লাহ্ রহ……..আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন : তাঁর সঙ্গে মদীনার কোন এক পথে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দেখা হলো। আবু হুরায়রা রা. তখন জানাবাতের অবস্থায় ছিলেন। তিনি বলেন, আমি নিজেকে নাপাক মনে করে সরে পড়লাম। পরে আবু হুরায়রা রা. গোসল করে এলেন। পুনরায় সাক্ষাত হলে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন : হে আবু হুরায়রা ! কোথায় ছিলে ? আবু হুরায়রা রা. বললেন , আমি জানাবাতের অবস্থায় আপনার সঙ্গে বসা সমীচীন মনে করিনি। তিনি বললেন : সুবহানাল্লাহ্ ! মু’মিন নাপাক হয় না।