বুখারি হাদিস ২৭৮ – মহিলাদের ইহতিলাম (স্বপ্নদোষ) হলে

হাদিস ২৭৮

আবদুল্লাহ্ ইবনে ইউসুফ রহ………উম্মুল মু’মিনীন উম্মে সালামা রা. থেকে বর্ণিত, তিনি বলেন : আবু তালহা রা. এর স্ত্রী উম্মে সুলায়ম রা. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমতে এসে বললেন : ইয়া রাসূলুল্লাহ্ ! আল্লাহ্ তা’আলা হকের ব্যাপারে লজ্জা করেন না। স্ত্রীলোকের ইহতিলাম (স্বপ্নদোষ) হলে কি গোসল ফরয হবে ? নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : হাঁ, যদি তারা বীর্য দেখে।