বুখারি হাদিস ২৭৭

হাদিস ২৭৭

আবাদন রহ…….মায়মূনা রা. থেকে বর্ণিত, তিনি বলেন : আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য পর্দা করেছিলাম আর তিনি জানাবাতের গোসল করছিলেন। তিনি দু’হাত ধুইলেন। তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থান এবং যেখানে কিছু লেগেছিল তা ধুয়ে ফেললেন। তারপর মাটিতে বা দেওয়ালে হাত ঘষলেন এবং দু’পা ছাড়া সালাতের উযূর মতই উযূ করলেন। তারপর তাঁর সমস্ত শরীরে পানি প্রবাহিত করলেন। তারপর একটু সরে গিয়ে দু’পা ধুইলেন। আবু আওয়ান রহ. ও ইবনে ফুযাইল রহ ‘পর্দা করা’ এর ব্যাপারটি এই হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।