বুখারি হাদিস ২৭৬ – লোকের সামনে গোসলের সময় পর্দা করা

হাদিস ২৭৬

আবদুল্লাহ ইব্‌ন মুসলিম (র.)……উম্মে হানি বিনত আবু তালিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি মক্কা বিজয়ের বছর রাসুলুল্লাহ (সাঃ)-এর কাছে গিয়ে তাঁকে গোসলরত অবস্থায় দেখলাম, ফাতিমা (রা) তাঁকে পর্দা করে রেখেছিলেন। রাসুলুল্লাহ (সাঃ) জিজ্ঞাসা করলেনঃ ইনি কে? আমি বললামঃ আমি উম্মে হানি।