বুখারি হাদিস ২৫৯ – যখন জানাবাত ছাড়া হাতে কোন নাপাকী না থাকে, ফরয গোসলের আগে হাত না ধুয়ে পানির পাত্রে তা প্রবেশ করানো যায় কি ?

হাদিস ২৫৯

আবদুল্লাহ্ ইবনে মাসলামা রহ…….আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন : আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রের পানি দিয়ে এভাবে গোসল করতাম যে, তাতে আমাদের দু’জনের হাত একের পর এক পড়তে থাকত।