বুখারি হাদিস ২৪৯ – এক সা’ বা অনুরূপ পাত্রের পানিতে গোসল

হাদিস ২৪৯
আবু সালমা (রঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি ও ‘আয়িশা (রাঃ) এর ভাই ‘আয়িশা (রাঃ) এর নিকট গেলাম। তাঁর ভাই তাঁকে রাসূলুল্লাহ (সাঃ) এর গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি প্রায় এক সা’ (তিন কেজির চেয়ে কিছু পরিমাণ বেশি) এর সমপরিমাণ এক পাত্র আনলেন। তারপর তিনি গোসল করলেন এবং নিজের মাথার উপর পানি ঢাললেন। তখন আমাদের ও তাঁর মাঝে পর্দা ছিল।