বুখারি হাদিস ২৪৬ – গোসলের পূর্বে উযূ করা

হাদিস ২৪৬
‘আবদুল্লাহ ইব্‌ন ইউসুফ (র)… ‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী (সাঃ) যখন জানাবাতের গোসল করতেন, তখন প্রথমে তাঁর হাত দু’টো ধুয়ে নিতেন। তারপর সালাতের উযূর মত উযূ করতেন। তারপর তাঁর আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন। তারপর তার উভয় হাতের তিন আঁজলা পানি মাথায় ঢালতেন। তারপর তাঁর সারা দেহের উপর পানি পৌঁছিয়ে দিতেন।