বুখারি হাদিস ১৮৯
‘আবদুর রহমান ইবন ইউনুস (র)… সায়িব ইবন ইয়াযীদ (রা) বলেনঃ আমার খালা আমাকে নিয়ে নবী –এর খিদমতে হাযির হলেন এবং বললেনঃ ‘ইয়া রাসূলাল্লাহ! আমার ভাগ্নে অসুস্থ’। রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালেন এবং বরকতের দু‘আ করলেন। তারপর উযূ করলেন। আমি তাঁর উযূর (অবশিষ্ট) পানি পান করলাম। তারপর তাঁর পেছনে দাঁড়ালাম। তখন আমি তাঁর উভয় কাঁধের মধ্যস্থলে মোহরে নুবূওয়াত দেখতে পেলাম। তা ছিল নওশার ঘুন্টির মত।