বুখারি হাদিস ১৮৭

বুখারি হাদিস ১৮৭
আদম (র)… আবূ জুহায়ফা (রা) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার দুপুরে নবী আমাদের সামনে বেরিয়ে এলেন। তাঁকে উযূর পানি এনে দেওয়া হল। তখন তিনি উযূ করলেন। লোকে তাঁর উযূর তাঁর উযূর ব্যবহৃত পানি নিয়ে গায়ে মাখতে লাগল। এরপর নবী যোহরের দু’রাক‘আত সালাত আদায় করলেন। আর তাঁর সামনে ছিল একটি লাঠি।
আবূ মূসা (রা) বলেনঃ নবী একটি পাত্র আনালেন যাতে পানি ছিল। তারপর তিনি তার মধ্যে উভয় হাত ও চেহারা মুবারক ধুইলেন এবং তার মধ্যে কুলি করলেন। তারপর তাঁদের দু’জন [আবূ মুসা (রা) ও বিলাল (রা)] –কে বললেন, ‘তোমরা এ থেকে পান কর এবং তোমাদের মুখমণ্ডল ও বুকে ঢাল।’