বুখারি হাদিস ১৮০

বুখারি হাদিস ১৮০
ইসহাক ইবন মনসূর (র)… আবূ সা‘য়ীদ খুদরী (রা) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ এক আনসারীর কাছে লোক পাঠালেন। তিনি চলে এলেন। তখন তাঁর মাথা থেকে পানির ফোঁটা পড়ছিল। নবী বললেনঃ ‘সম্ভবত আমরা তোমাকে তাড়াতাড়ি করতে বাধ্য করেছি।’ তিনি বললেন, ‘জী।’ রাসূলুল্লাহ বললেন, যখন ত্বরার কারণে মনী বের না হয় (অথবা বললেন), মনীর অভাবজনিত কারণে তা বের না হয় তবে তোমার উপর কেবল উযূ করা জরুরী। ওয়াহব (র) শু‘বা (র) সূত্রে এ রকমই বর্ণনা করেন। তিনি [শুবা (র)] বলেন, আবূ আবদুল্লাহ (র) বলেছেন, গুনদর (র) ও ইয়াহইয়া (র) শু‘বা (র)- এর সূত্রে বর্ণনায় উযূর কথা উল্লেখ করেন নি।