বুখারি হাদিস ১৭৬
আদম ইবন আবূ ইয়াস (র)… আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, বান্দা যে সময়টা মসজিদে থেকে সালাতের অপেক্ষায় থাকে, তার সে পুরো সময়টাই সালাতের মধ্যে গণ্য হয় যতক্ষণ না সে হাদাস করে। এক অনারব ব্যক্তি বলল, ‘হাদাস কি, আবূ হুরায়রা’? তিনি বললেন, ‘শব্দ করে বায়ূ বের হওয়া।’