বুখারি হাদিস ১৭০
‘আবদুল্লাহ ইবন ইউসুফ (র)… আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি রাসূলুল্লাহ কে দেখলাম, তখন আসরের সালাতের সময় হয়ে গিয়েছিল। আর লোকজন অযূর পানি তালশ করতে লাগল কিন্তু পেলনা। তারপর রাসূলুল্লাহ এর কাছে কিছু পানি আনা হল। রাসূলুল্লাহ সে পাত্রে তাঁর হাত রাখলেন এবং লোকজনকে সে পাত্র থেকে উযূ করতে বললেন। আনাস (রা) বলেন, সে সময় আমি দেখলাম, তাঁর আঙ্গুলের নীচ থেকে পানি উথলে উঠছে। এমনকি তাঁদের শেষ ব্যক্তি পর্যন্ত তা দেয়ে উযূ করল।