বুখারি হাদিস ১৬৩

বুখারি হাদিস ১৬৩
‘আবদুল্লাহ ইবন ইউসুফ (র)… আবূ হুরায়রা (র) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যখন উযূ করে তখন সে যেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে। আর যে ইসতিনজা করে সে যেন বেজোড় সংখ্যক ঢিলা কুলুখ ব্যবহার করে। আর তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে তখন সে যেন উযূর পানিতে হাত ঢুকানোর আগে তা ধুয়ে নেয়; কারণ তোমাদের কেউ জানে না যে, ঘুমন্ত অবস্থায় তার হাত কোথায় থাকে।