হাদিস ১৬২
‘আব্দান (র)… আবূ ইদরিস (র) থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি আবূ হুরায়রা (রা) – কে বলতে শুনেছেন, নবী ইরশাদ করেনঃ যে ব্যক্তি উযূ করে সে যেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে। আর যে ইসতিনজা করে সে যেন বেজোড় সংখ্যক ঢিলা কুলুখ ব্যবহার করে।
হাদিস ১৬২
‘আব্দান (র)… আবূ ইদরিস (র) থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি আবূ হুরায়রা (রা) – কে বলতে শুনেছেন, নবী ইরশাদ করেনঃ যে ব্যক্তি উযূ করে সে যেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে। আর যে ইসতিনজা করে সে যেন বেজোড় সংখ্যক ঢিলা কুলুখ ব্যবহার করে।