বুখারি হাদিস ১৩২
মুহাম্মদ ইবন সালাম (র)… উম্মে সালমা (রা) থেকে বর্ণত, তিনি বলেন, রাসূলুল্লাহ এর খিদমতে উম্মে সুলায়ম (রা) এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ হক কথা প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। স্ত্রীলোকের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে? নবী বললেনঃ ‘হ্যাঁ, যখন সে বীর্য দেখতে পাবে।’ তখন উম্মে সালমা (লজ্জায়) তাঁর মুখ ঢেকে নিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! স্ত্রীলোকের স্বপ্নদোষ হয় কি?’ তিনি বললেন, ‘হ্যাঁ, তোমার ডান হাতে মাটি পড়ুক! ১ (তা না হলে) তাঁর সন্তান তাঁর আকৃতি পায় কিরূপে?’