বুখারি হাদিস ১০১

বুখারি হাদিস ১০১
ইসমা‘ঈল ইবন ‘আবূ উওয়ায়স (র)…আবদুল্লাহ্ ইবন ‘আমর ইবনুল ‘আস (র) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ কে বলতে শুনেছি যে, আল্লাহ তা‘আলা বান্দার অন্তর থেকে ইলম বের করে উঠিয়ে নেবেন না; বরং আলিমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমেই ইলম উঠিয়ে নেবেন। যখন কোন আলিম বাকী থাকবে না তখন লোকেরা জাহিলদেরই নেতা হিসেবে গ্রহণ করবে। তাদের জিজ্ঞাসা করা হবে, তারা না জেনেই ফতোয়া দিবে। ফলে তারা নিজেরাও গোমরাহ হবে, আর অপরকেও গোমরাহ করবে।
ফিরাবরী (র) বলেন, আব্বাস (র)… হিশাম সূত্রেও অনুরূপ বর্ণিত আছে।