বুখারি হাদিস ০৯৯

বুখারি হাদিস ০৯৯
আবদুল ‘আযীয ইব্ন আবদুল্লাহ্ (র) ……… আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ্ (সাঃ)কে জিজ্ঞাসা করা হলঃ ইয়া রাসূলুল্লাহ্! কিয়ামতের দিন আপনার সাফা‘আত লাভে কে সবচাইতে বেশি ভগ্যবান হবে? রাসূলুল্লাহ্ (সাঃ) বললেন, আবূ হুরায়রা! আমি ধারণা করেছিলাম, এ বিষয়ে তোমার আগে আমাকে আর কেউ প্রশ্ন করবে না। কারন আমি দেখেছি হাদীসের প্রতি তোমার বিশেষ আগ্রহ রয়েছে। কিয়ামতের দিন আমার সাফ‘আত লাভে সবচাইতে ভাগ্যবান হবে সেই ব্যক্তি যে খালিস দিলে লা ইলাহা ইল্লাহ্ (পূর্ণ কালেমা তাইয়েবা) বলে।