বুখারি হাদিস ০৯৮

বুখারি হাদিস ০৯৮
সুলায়মান ইব্ন হারব (র) …….. ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (সাঃ)কে সাক্ষ্য রেখে বলছি, অথবা পরবর্তী বর্ণনাকারী ‘আতা (র) বলেন, আমি ইব্ন আব্বাসকে সাক্ষী রেখে বলছি যে, নবী করীম (সাঃ) (ঈদের দিন পুরুষের কাতার থেকে) বের হলেন আর তাঁর সঙ্গে ছিলেন বিলাল (রা)। রাসূলুল্লাহ্ (সাঃ) মনে করলেন যে, দূরে থাকার কারনে তাঁর ওয়ায মহিলাদের কাছে পৌঁছে নি। তাই তিনি (পুনরায়) তাঁদের নসীহত করলেন এবং দান-খয়রাত করার উপদেশ দিলেন। তখন মহিলারা কানের দুল ও হাতের আংটি দিয়ে দিতে লাগলেন। আর বিলাল (রা) সেগুলি তাঁর কাপড়ের আচঁলে নিতে লাগলেন। ইসমা‘ঈল (র) ‘আতা (র) সূত্রে বলেন যে, ইব্ন আব্বাস (রা) বলেনঃ আমি নবী (সাঃ)কে সাক্ষী রেখে বলছি।