বুখারি হাদিস ০৯৬
মুসাদ্দাদ (র) ……… আবদুল্লাহ্ ইব্ন ‘আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের এক সফরে রাসূলুল্লাহ্ (সাঃ) পেছনে রয়ে গেলেন। এরপর তিনি আমাদের নিকট এমন সময় পৌঁছলেন যখন আমাদের সালাতুল আসরের প্রস্তুতিতে দেরী হয়ে গিয়েছিল। আমরা ওযূ করতে গিয়ে আমাদের পা মোটামুটিভাবে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। তখন রাসূলুল্লাহ্ (সাঃ) উচ্চস্বরে ঘোষণা দিলেনঃ ‘পায়ের গোড়ালী শুকনো থাকার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে।’ তিনি একথা দু’বার কিংবা তিনবার বললেন।