বুখারি হাদিস ০৯৩
আবুল ইয়ামান (র) ……… আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ্ (সাঃ) বের হলেন। তখন আবদুল্লাহ্ ইব্ন হুযাফা দাঁড়িয়ে বললেন, ‘আমার পিতা কে?’ তিনি বললেনঃ ‘তোমার পিতা হুযাফা।’ এরপর তিনি বাবার বলতে লাগলেন, ‘তোমরা আমার কাছে প্রশ্ন কর।’ ‘উমর (রা) তখন হাঁটু গেড়ে বসে বললেনঃ ‘আমরা আহল্লাহ্কে রব হিসাবে, ইসরামকে দীন হিসাবে এবং মুহাম্মদ(সাঃ)কে নবী হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিয়েছি।’ তিনি এ কথা তিনবার বললেন। তখন রাসূলুল্লাহ্ (সাঃ) নীরব হলেন।