বুখারি হাদিস ০৯২

বুখারি হাদিস ০৯২
মুহাম্মদ ইব্নুল ‘আলা (র) …….. আবূ মূসা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করীম (সাঃ)কে কয়েকটি অপছন্দনীয় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হল। প্রশ্নের সংখ্যা যখন বেশি হয়ে গেল, তখন তিনি রেগে গিয়ে লোকদের বললেনঃ ‘তোমরা আমার কাছে যা ইচ্ছা প্রশ্ন কর।’ এক ব্যক্তি বলল, ‘আমার পিতা কে?’ তিনি বললেনঃ ‘তোমার পিতা হুযাফা।’ আর এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ‘ইয়া রাসূলুল্লাহ্! আমার পিতা কে?’ তিনি বললেনঃ তোমার পিতা হল শায়বার মাওলা (আযাদকৃত গোলাম) সালিম।’ তখন হযরত ‘উমর (রা) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অবস্থা দেখে বললেনঃ ‘ইয়া রাসূলুল্লাহ্! আমরা মহান আল্লাহ তা’আলার কাছে তওবা করছি।’