বুখারি হাদিস ০৯০

বুখারি হাদিস ০৯০
মুহাম্মদ ইব্ন কাসীর (র) …….. আবূ মাস‘উদ আনসরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক ব্যক্তি বলল, ‘ইয়া রাসূলুল্লাহ্! আমি সালাতে (জামাতে) শামিল হতে পারি না। কারন অমুক ব্যক্তি আমাদের নিয়ে খুব লম্বা করে সালাত আদায় করেন। [আবূ মাস‘উদ (রা) বলেন,] আমি নবী (সাঃ)কে কোন ওয়াযের মজলিসে সেদিনের তুলনায় বেশি রাগান্বিত হতে দেখিনি। (রাগত স্বরে) তিনি বললেনঃ হে লোক সকল! তোমরা মানুষের মধ্যে বিরক্তির সৃষ্টি কর। অতএব যে লোকদের নিয়ে সালাত আদায় করবে সে যেন সংক্ষেপ করে। কারন তাদের মধ্যে রোগী, দুর্বল ও কর্মব্যস্ত লোক থাকে।