বুখারি হাদিস ০৮৪

বুখারি হাদিস ৮৪
মূসা ইব্ন ইসমা‘ঈল (র) ……… ইব্ন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত, হজ্জের সময় নবী (সাঃ)কে (নানা বিষয়ে) জিজ্ঞাসা করা হল। কোন একজন বললঃ আমি কঙ্কর নিক্ষেপের পূর্বেই যবেহ করে ফেলেছি। ইব্ন ‘আব্বাস (রা) বলেন, তখন রাসূলুল্লাহ্ (সাঃ) হাত দিয়ে ইশারা করে বললেনঃ কোন অসুবিধা নেই। আর এক ব্যক্তি বললঃ আমি যবেহ করার পূর্বে মাথা মুড়িয়ে ফেলেছি। তিনি হাত দিয়ে ইশারা করলেনঃ কোন অসুবিধা নেই (যেহেতু ভুলবশতঃ করা হয়েছে)।