হাদীস নং ৩৭২২
আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আসমা রহ……….রাফি ইবনে খাদিজ রা. আবদুল্লাহ ইবনে উমরকে বলেছেন যে, বদর যুদ্ধে অংশগ্রহণকারী তার দু’চাচা তাকে জানিয়েছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদযোগ্য ভূমি ভাড়া দিতে নিষেধ করেছেন। (রাবী বলেন) আমি সালিমকে জিজ্ঞাসা করলাম, আপনি তো এ ধরনের জমি ভাড়া দিয়ে থাকেন ? তিনি বললেন, হ্যাঁ। রাফি (ইবনে খাদীজ) তো নিজের প্রতি বাড়াবাড়ি করেছেন।