বুখারি হাদিস নং ৩৭০৭

হাদীস নং ৩৭০৭

আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ…………ইবনে খাব্বাব রহ. থেকে বর্ণিত যে, আবু সাঈদ ইবনে মালিক খুদরী রা. সফর থেকে বাড়ী ফেরার পর তার পরিবারের লোকেরা তাকে কুরবানীর গোশত থেকে কিছু গোশত খেতে দিলেন। তিনি বললেন, আমি না জিজ্ঞাসা করে এ গোশত খেতে পারি না। তারপর তিনি তার মায়ের গর্ভজাত ভ্রাতা কাতাদা ইবনে নুমানের কাছে গিয়ে বিষয়টি জিজ্ঞাসা করলেন। তিনি ছিলেন, একজন বদরী সাহাবী। তখন তিনি তাকে বললেন, তিন দিন পর কুরবানীর গোশত খাওয়ার ব্যাপারে তোমাদের প্রতি যে নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল পরবর্তীতে (অনুমতি সম্বলিত হাদীসের দ্বারা) তা সম্পূর্ণভাবে রহিত করে দেয়া হয়েছে।