হাদীস নং ৩৬৯৫
আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল জুফী রহ………..আবু উসাইদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, বদর যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শত্রু তোমাদের নিকটবর্তী হলে তোমরা তীর নিক্ষেপ করবে এবং তীর ব্যহারে সংযমী হবে।
হাদীস নং ৩৬৯৫
আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল জুফী রহ………..আবু উসাইদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, বদর যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শত্রু তোমাদের নিকটবর্তী হলে তোমরা তীর নিক্ষেপ করবে এবং তীর ব্যহারে সংযমী হবে।